Paytm থেকে রান্নার গ্যাস বুক করলে পাবেন সোনা!
পুজোর আগেই দারুন সুযোগ। পেটিএম থেকে রান্নার গ্যাস বুক করলে প্রতিদিন পাঁচ জন ভাগ্যবান পাবেন পুরস্কার। আর সেই পুরস্কারের পরিমাণও কম নয়। একেবারে ১০,০০১ টাকার সোনা।
৭ অক্টোবর বৃহস্পতিবার শুরু হওয়া এই অফার চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। নবরাত্রি উপলক্ষে গোটা দেশেই এই অফার দিচ্ছে অর্থ লেনদেনের সংস্থা পেটিএম।
পেটিএম জানিয়েছে, ‘নবরাত্রি গোল্ড অফার’-এর সুযোগ পাবেন দেশের তিনটি এলপিজি সংস্থা ইন্ডেন, এইচপি গ্যাস এবং ভারত গ্যাসের গ্রাহকরা। এই সুযোগ নিতে হলে ওই অ্যাপে গিয়ে ‘বুক গ্যাস সিলিন্ডার’ লেখার উপরে ক্লিক করতে হবে। এর পরে নথিভুক্ত মোবাইল নম্বর-সহ যাবতীয় তথ্য দিতে হবে। যাঁরা ইতিমধ্যেই গ্যাস সিলিন্ডার বুক করে ফেলেছেন কিন্তু তার মূল্য অগ্রিম দেননি তাঁরাও এই সুযোগ পাবেন। Durga Puja Greeting Free Download
সে ক্ষেত্রে ১৬ অক্টোবরের মধ্যে অ্যাপের মাধ্যমে গ্যাস সংস্থাকে দাম মেটাতে হবে।শুধু সোনার উপহারই নয়, সংস্থা জানিয়েছে এই সময়ে তাদের অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করলে বা দাম মেটালে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পয়েন্ট পাওয়া যাবে। যার মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের সামগ্রী কেনা যাবে।
6 মন্তব্যসমূহ
Nice
উত্তরমুছুনসুবর্ন সুযোগ
উত্তরমুছুনImportant news.
উত্তরমুছুনপুজোর আগে গ্যাস গ্ৰাহকদের দারুন সুযোগ করে দিলো
উত্তরমুছুনWow good news
উত্তরমুছুনসুন্দর সংবাদ
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊