বিশ্ব ক্ষুধা সূচকে (Global Hunger Index) লজ্জাজনক স্থানে ভারত, বাংলাদেশ-পাকিস্তান,নেপালের থেকেও পিছিয়ে

Global Hunger Index
picture source CNN



সম্প্রতি প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচকে (Global Hunger Index) লজ্জাজনক স্থানে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া (Digital India) বিশ্ব খাদ্য সূচকে ১০১ নম্বর স্থানে। এবছর ১১৬ টি দেশের  ক্ষুধা সূচক প্রকাশিত হয়েছে। 

ক্ষুধা ও অপুষ্টির নিরিখে এই তালিকাটি তৈরি হয়। সূচক অনুযায়ী ‘গুরুতর’ বিভাগে রয়েছে ভারত। একই বিভাগে রয়েছে বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তানও। বাংলাদেশ ৭৬, মায়ানমার ৭১, পাকিস্তান ৯২, নেপাল ৭৭ নম্বর অবস্থানে রয়েছে। 


বিশ্ব ক্ষুধা সূচকের (Global Hunger Index) রিপোর্ট অনুসারে ভারত serious অবস্থানে রয়েছে। যদিও গত বছরের তুলনায় এবছর কিছুটা কমেছে পরিমাণ। 


পর্যবেক্ষণের অভাব, দুর্বল বাস্তবায়ন প্রক্রিয়া ইত্যাদি নানাবিধ কারণেই ভারতের অবস্থা সংকট জনক বলে মনে করছে বিশেষজ্ঞরা। 

রিপোর্ট অনুসারে ১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরিবারের দারিদ্র, সঠিক মানের খাবারের অভাব, প্রসূতির পুষ্টির অভাবের মতো নানা বিষয়ের কারণে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানের শিশুরা অপুষ্টিজনিত রোগে ভুগতো।


এদিকে, ভারতের অন্য দুই প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কা মাঝারি বিভাগে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে চিন, বেলারুশ, ইউক্রেন, তুর্কি, কিউবা, কুয়েতের মতো সতেরোটি দেশ। যাদের স্কোর পাঁচেরও নীচে। 


গত বছরও খারাপ অবস্থা ছিল ভারতের। গতবছরের বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের অবস্থান জানতে ক্লিক করুন- CLICK