Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বের সর্ববৃহৎ নাগরদোলা- একবারে চড়তে পারবেন ১৭৫০ জন Ain Dubai - World's Largest Ferris Wheel

বিশ্বের সর্ববৃহৎ নাগরদোলা- একবারে চড়তে পারবেন ১৭৫০ জন


Ain Dubai - World's Largest Ferris Wheel



টেমস নদীর তীরে লন্ডনের বিখ্যাত হুইলের তুলনায় আকার-উচ্চতায় ৮ গুণ বড় নাগরদোলা ‘আইন দুবাই’। নাগরদোলাটি বানাতে লেগেছে ১১ হাজার ২০০ টন ইষ্পাত। এটি বানাতে কাজ করেছে ব্রিটেন, ফ্রান্স,জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতের মতো ১০টি দেশ।

Ain Dubai - World's Largest Ferris Wheel

বিশ্বের সর্ববৃহৎ এই নাগরদোলার উদ্বোধন করলো দুবাই। বৃহস্পতিবার (২১ অক্টোবর) আতশবাজির আলোকচ্ছটায় ‘আইন দুবাই’ বা ‘দুবাইর চোখ’ নামের হুইলটি জনসাধারণের জন্য খোলা হয়। নাগরদোলার ওপর থেকে দুবাইয়ের ৩৬০ ডিগ্রি ভিউয়ের পাশাপাশি দেখা যাবে আরব উপসাগরও।

এই নাগরদোলার বিশেষত্ব রয়েছে- আর পাঁচটা নাগরদোলার মতন নয়। সাড়ে ৮শ’ ফুট উচ্চতার নাগরদোলায় রয়েছে ৪৮টি বিলাসবহুল কেবিন যার প্রতিটিতে ৪০ জনের মতো অতিথি উঠতে পারবেন। একবারে চড়তে পারবেন ১৭৫০ জন। ঘোরা যাবে ৩৮ মিনিট।

Ticket কাটতে ভিজিট করুন আইন দুবাইয়ের ওয়েবসাইট- click 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code