সমুদ্র সৈকতে লাস্যময়ী অদিতি-উষ্ণতা মাখানো ছবি স্যোসাল মিডিয়ায় 



aditi budhathoki



নেপালে (Nepal) জন্মগ্রহণকারী, মডেল-অভিনেত্রী হয়ে ওঠা অদিতি বুদাথোকি (Aditi Budhathoki), যিনি তার স্বপ্ন সফল করতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে এসেছিলেন, বর্তমান সময়ে স্যোসাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। সম্প্রতি মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন অদিতি। কিছু ছবি স্যোসাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই ট্রেন্ডিং হয়ে উঠে সেই উষ্ণতা ছড়ানো ছবি গুলি। 

অদিতির লেটেস্ট ফটো (Unseen Photo) দেখতে ক্লিক করুন- Click Here  



নেপালি ছবি 'ক্রি' (Kri) তে অভিষেক হওয়া অদিতিকে বেশ কয়েকটি পাঞ্জাবি এবং হিন্দি মিউজিক ভিডিওতে দেখা গেছে।


aditi budhathoki





গায়ক দর্শন রাভালের অ্যালবাম 'হাওয়া বাঁকে' তে তার উপস্থিতির মাধ্যমে সকলের নজর কেড়েছে। যদিও অভিনয় তার প্রথম ভালবাসা ।





২৮ জুন ১৯৯৬ তে জন্ম নেওয়া এই ২৫ বছরের তরুনী ইনফরমেশন টেকনলজীতে গ্রাজুয়েশন করেন। কিন্তু ক্যারিয়ারের শুরু বিজ্ঞাপনী মডেল হিসাবেই। অ্যামাজন, ব্লিঙ্গির মতন কোম্পানির বিজ্ঞাপনে কাজ করেছেন অদিতি।