WB ByPoll 2021- দুই আইনজীবির সাথে লড়াই মমতার!
কয়েকদিন আগেই ভবানীপুরের উপ নির্বাচন ও সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোটের ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরেই প্রার্থী ঘোষনা করেছে তৃণমূল। ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন স্বয়ং মমতা বন্দোপাধ্যায়। আর তার বিপক্ষে প্রার্থী না দেওয়ার ঘোষনা করেছে কংগ্রেস। প্রথমে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি প্রার্থী দেওয়ার পক্ষে সওয়াল করলেও পরে বিজেপি বিরোধী ঐক্যজোটের কথা ভেবে উচ্চ নেতৃত্ব প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ভবানীপুরে তরুণ মুখকেই সামনে আনলো সিপিআইএম। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাসকেই প্রার্থী করল বামেরা।
অপরদিকে ভবানীপুরে (Bhabanipur) মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। আজ যখন উপনির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মনোনয়ন পত্র জমা দেন, সেদিনই প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম ঘোষণা করে বিজেপি (BJP)।
ভবানীপুরে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম ঘোষণার পর তাঁকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊