৬ বালিকাকে নগ্ন করে রাস্তায় হাটানোর ঘটনায় মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
অনাবৃষ্টিতে যখন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে তখন বৃষ্টি নামানোর জন্য নানান লোকাচারের কথা জানাযায়। ব্যাঙ এর বিয়ে, হুদুম দ্যাও এর পূজা এরকম নানান লৌকিক আচারের কথা বলা যায়। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বৃষ্টির জন্য বালিকাকে মেয়েদের নগ্ন করে রাস্তায় জনসমক্ষে হাটানোর কথা ভাবা যায়?
এমনি ঘটনা কয়েকদিন আগে ঘটেছিলো মধ্য প্রদেশের এক গ্রামে। যেখানে ৬ জন বালিকাকে নগ্ন করে হাঁটানো হয়েছে। তাদের বেশির ভাগেরই বয়স ৫ বছর। এ ঘটনা ঘটেছে প্রচণ্ড খরায় জ্বলতে থাকা বুন্ডেলখণ্ড অঞ্চলের এক গ্রামে।
ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, বালিকাদের নগ্ন করে তাদের কাঁধের ওপর দেয়া হয়েছে কাঠের তৈরি বর্শা। আর মাথায় বেঁধে দেয়া হয়েছে ব্যাঙ।
এ ঘটনায় দামোহ জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছিলো ভারতের শিশু অধিকার সুরক্ষা বিষয়ক জাতীয় কমিশন। তবে ওই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছিলো মধ্যপ্রদেশ পুলিশ। তবে তারা তদন্ত শুরু করেছিলো বলে প্রাথমিক অবস্থায় জানিয়েছে।
পিটিআই’কে দামোহ জেলার এসপি ডিআর তেনিওয়ার বলেছিলেন, যদি দেখা যায় কেউ ওই বালিকাদের নগ্ন হয়ে হাঁটতে বাধ্য করেছেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অবশেষে আজ এই ঘটনার সাথে জড়িত ছয়জন মহিলা সহ মোট আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো তাঁদের গ্রেপ্তারের কোন খবর পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊