নুসরতের সন্তানের বাবা কে? নিজেই জবাব দিলেন নুসরত 




সদ‍্য মা হয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু সেই সন্তানকে ঘিরে বিতর্ক অব‍্যাহত। নুসরতের সন্তানের বাবা কে? এনিয়ে বিতর্কের মাঝেই এবার জবাব দিলেন স্বয়ং নুসরত।


ধূসর রঙা ওয়ান শোল্ডার অ্যাসেমিট্রিক্যাল গাউনে ভবানীপুরের এক স্যালোঁ-র উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে মা হওয়ার পর বুধবার প্রথম প্রকাশ‍্যে আসেন নুসরত জাহান। নুসরতকে দেখতে উপচে পড়ে ভিড়। নুসরত বাইরে আসতেই চমকে দিল তাঁর ফিগার। নেই বেবি ফ্যাট।


ছেলের নাম আগেই জানিয়েছিলেন নুসরত। নাম ঈশান। এদিন বাচ্চাকে সামলানো থেকে নিজের কাজ সব নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।


এদিন তিনি বললেন, ‘২৬ শে অগস্টের আগে এবং পরে আমার জীবনের ইতিহাস, ভূগোল সবটাই পালটে গিয়েছে… আমি খুব ভালো একটা সময় কাটাচ্ছি, এটা নতুন একটা জীবন বলতে পারেন’। 


নুসরত আরও জানান, ‘আমার নিজের প্রতি, পরিবারে প্রতি এবং আমার মানুষজনের প্রতি (সংসদীয় এলাকার) দায়িত্ব রয়েছে, তাই আমাকে তো কাজে ফিরতেই হবে’। তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার জেরে আমি সাংসদের বাদল অধিবেশনে আমি যোগ দিতে পারিনি, তবে আমি শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি অবশ্যই যাব’।


নুসরতকে ঈশানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রাখা হলে নুসরত বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারও চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমারা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে’।


নুসরতের এই বক্তব্য পরোক্ষভাবে স্পষ্ট করে সন্তানের পিতৃ পরিচয়। সন্তানের বাবা-র সঙ্গেই ঈশানের দেখভালের দায়িত্ব পালনের কথা বলেন, পরের লাইনেই যশের নাম নেন নুসরত। ফলে অনেকটা স্পষ্ট। তবে তিনি নিজে থেকে স্পষ্ট বললেন না।