Latest News

6/recent/ticker-posts

Ad Code

নুসরত সন্তানের বাবা কে? জল্পনার অবসান

নুসরত সন্তানের বাবা কে? জল্পনার অবসান






অবশেষে জল্পনার অবসান। জানা গেল নুসরতের সন্তানের বাবা কে। পুরসভার সার্টিফিকেটে নুসরত পুত্র ঈশানের নামের পাশে পদবি লেখা দাশগুপ্ত! বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্ত!


শুরু থেকেই নুসরতের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে সমালোচনা চলছিল। এবার কলকাতা পুরসভার ওয়েবসাইট থেকে প্রকাশ্যে এল সেই পিতৃ পরিচয়।


পুরসভার সাইটে বার্থ সার্টিফিকেটে নুসরত পুত্র ঈশানের বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্ত। ভোটের হলফনামায় নিজের নাম দেবাশিস দাশগুপ্ত বলে উল্লেখ করেছিলেন যশ। বার্থ সার্টিফিকেট অনুযায়ী নুসরতের সন্তানের নামকরণ করা হয়েছে ঈশান জে দাশগুপ্ত।


আর এ থেকেই জানা যাচ্ছে নুসরতের সন্তানের বাবা যশ। যশ হলেন টলিউড অভিনেতা। নুসরতের রিউমার বয় ফ্রেন্ড। যশ নুসরতের প্রেমের রসায়ন সোশ্যাল জুড়ে আলোচনা চলে।


এর আগে নুসরতকে ঈশানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রাখা হলে নুসরত বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারও চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমারা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে’।


নুসরতের এই বক্তব্য পরোক্ষভাবে স্পষ্ট করে সন্তানের পিতৃ পরিচয়। সন্তানের বাবা-র সঙ্গেই ঈশানের দেখভালের দায়িত্ব পালনের কথা বলেন, পরের লাইনেই যশের নাম নেন নুসরত। ফলে অনেকটা স্পষ্ট। তবে সেদিন তিনি নিজে থেকে স্পষ্ট বললেন না বাবার পরিচয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code