Latest News

6/recent/ticker-posts

Ad Code

Manike Mage Hithe-র সুরে বাবা-মেয়ের ‘মমতা বন্দনা’, শুনুন সেই গান

Manike Mage Hithe-র সুরে বাবা-মেয়ের ‘মমতা বন্দনা’, শুনুন সেই গান





কিছুদিন আগেই ভাইরাল হয়েছে শ্রীলঙ্কান 'র‍্যাপ কুইন' ইয়োহানি ডি’সিলভার Manike Mage Hithe গানটি। সোশ্যাল থেকে শুরু করে সকলের মুখে মুখে পৌঁছে গিয়েছে সেই গান। এবার সেই সুরের গানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করলেন মেদিনীপুরের বাবা ও মেয়ে। সেই গানও সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত।


মেদিনীপুরের সমাজসেবী রাজেশ চক্রবর্তী ও তাঁর মেয়ে অপরাজিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করে গান গাইলেন ‘মা মাটি মানুষ হিতে এ তোমার স্নেহের হাতছানি, আমি জানি…’লক্ষ্মীর ভান্ডার, সবুজসাথী, কন্যাশ্রীর মতো প্রকল্পের কথাও তুলে ধরেছেন সেই গানে। মুখ্যমন্ত্রীর উত্থানের কথা থেকে ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের চিত্র ফুটিয়ে তুলেছেন বাবা ও মেয়ে।


সংবাদমাধ্যমকে রাজেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাজের মধ্যে দিয়ে বিশ্বে নজির গড়েছেন। সবাইকে অনুপ্রাণিত করেন। তাই এই গান মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করেই তৈরি করা হয়েছে। অন্যদিকে এই গানটি গেয়ে খুবই খুশি অপরাজিতা। তাঁর কথায়, এর আগে কোনওদিন আমি গান রেকর্ড করিনি। এটাই প্রথম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code