এবারও কমলো একাদশ ও দ্বাদশের সিলেবাস, বিজ্ঞপ্তি জারি করে জানালো সংসদ
করোনা সংক্রমণের জের গত বছর সংসদ একাদশ ও দ্বাদশের সিলেবাস কমিয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছিল। যদিও পরে বাতিল হয় পরীক্ষা। ঠিক এবারও কমানো হল একাদশ ও দ্বাদশের সিলেবাস। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হলো। বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানিয়েছে ২০২২ সালেও চলতি বছরের সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতেই পরীক্ষা নেওয়া হবে।
পাশাপাশি প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ২০২২ সালে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলতি বছরের পদ্ধতিতেই নেওয়া হবে। একই সঙ্গে প্রশ্নপত্রের ধরনে যে যে পরিবর্তন আনা হয়েছে, তা আগের মতোই থাকবে। একই সঙ্গে জানানো হয়েছে, যে বিষয়গুলির নম্বর ৬০ বা তার কম, সেগুলির ক্ষেত্রে সিলেবাসে কোনও বদল আসছে না। যেমন সঙ্গীত, স্বাস্থ্যশিক্ষার মতো বিষয়গুলির ক্ষেত্রে আগের নম্বর এবং সিলেবাসই বহাল থাকছে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে বিধি নিষেধের মধ্যে বন্ধ স্কুলও। ফলে শিক্ষার্থীদের চাপ কমাতে গত বছর সিলেবাস কমিয়ে ছিল সংসদ। সময় পেরিয়ে গেলেও করোনা পরিস্থিতির পরিবর্তনের জের এখনো খোলেনি স্কুল। শুরু হয়নি পঠন পাঠন। ফলে সংক্ষিপ্ত সিলেবাসেই ২০২২-র একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊