অলিম্পিক্সে ইতিহাসে প্রথম মেয়ে অ্যাথলেটিক্স হিসেবে ইতিহাস গড়লেন Allyson Felix





টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন অ্যালিসন ফেলিক্স। ৩৫ বছরের মহিলা অ্যাথলিট অ্যালিসন ফেলিক্স টোকিও অলিম্পিক্সে মেয়েদের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে মোট ১০টি পদক জিতে নেওয়ার ইতিহাস গড়লেন। জ্যামাইকার মার্লিন ওটিকে টপকে অলিম্পিক্সের ইতিহাসে মেয়েদের অ্যাথলেটিক্স হিসাবে সবচেয়ে বেশি পদকের অধিকারী হলেন ৩৫ বছর বয়সী ফেলিক্স। 



ফেলিক্সের ১০ পদকের মধ্যে রয়েছে ৬টি সোনা। বেইজিং, লন্ডন ও রিও দে জেনেইরো অলিম্পিক্সে দুটি করে সোনা পেয়েছিলেন। এথেন্স, বেইজিং ও রিও অলিম্পিক্স থেকে তিনটি রুপোর পদক অর্জন করেছিলেন। টোকিও অলিম্পিক্সে সোনা জেতার স্বাদ এখনো পাননি তিনি। তবে দু বছরের সন্তানের মা হয়ে অলিম্পিক্সের মঞ্চে অনন্য নজির গড়লেন।



টোকিও অলিম্পিক স্টেডিয়ামে শুক্রবার ৪৯ দশমিক ৪৬ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ফেলিক্স জেতেন ব্রোঞ্জ। আরও বড় প্রাপ্তির সুযোগ রয়েছে ফেলিক্সের সামনে। ৪০০ মিটার রিলেতে দৌড়াবেন শনিবার। এ ইভেন্টে পদক পেলেই পদক সংখ্যায় স্বদেশি প্রাক্তন কিংবদন্তি অ্যাথলেট কার্ল লুইসকেও ছাপিয় যাবেন ফেলিক্স।