ময়না কোঁতলার কাছে ট্রেকার দুর্ঘটনা




পূর্ব মেদিনীপুর, সুজিত মন্ডল


পূর্ব মেদিনীপুরে ময়না থানার অন্তর্গত কোঁতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়।ট্রেকার মধ্যে থাকা 10 থেকে 15 জন প্যাসেঞ্জার ছিল।তাদের মধ্যে হতাহতের কোন খাবার নেই।সবাই স্বাভাবিক অবস্থাতেই ট্রেকার থেকে বেরিয়ে এসেছে। তারা আহত না হলেও বিপদজনক পরিস্থিতি থেকে রক্ষা পেল। 


লাইপণ্ডা থেকে যেসকল ট্রেকার তমলুকের উদ্দেশ্যে রওনা দেয় তাদের প্রতেকের ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা তা প্রশ্ন চিহ্ন দানা বাঁদছে। বেশ কিছু ড্রাইভার নতুন এবং তাদের কোন ড্রাইভিং লাইসেন্স নেই।তাই প্রতিদিন জীবন হাতে নিয়ে ট্রেকারে যাত্রা করতে হয় সমস্ত যাত্রীদেরকে। 


 স্থানীয় সুত্রে জানাযায় সকালবেলা একটি বাসের সাথে রেষারেষিতে এই বিপদ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খালে জল থাকার জন্য এ যাত্রায় রক্ষা পায় গাড়ির যাত্রীরা।