Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোলাঘাট বিট হাউস থানার নবনিযুক্ত আইসি বিভাস দোলুই কে সম্বর্ধনা জ্ঞাপন করলেন বিশিষ্ট সমাজসেবক আবিদার মল্লিক

কোলাঘাট বিট হাউস থানার নবনিযুক্ত আইসি বিভাস দোলুই কে সম্বর্ধনা জ্ঞাপন করলেন বিশিষ্ট সমাজসেবক আবিদার মল্লিক




পূর্ব মেদিনীপুর,সুজিত মন্ডল



কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে কোলাঘাট বিট হাউস থানার নবনিযুক্ত আইসি বিভাস দোলুই মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করলেন কোলাঘাটের ভূমিপুত্র ও বিশিষ্ট সমাজসেবক আবিদার মল্লিক , যিনি সর্বদা প্রশাসনিক বিভাগে রদবদল হলেই ছুটে যান আধিকারিকদের সম্বর্ধনা দেওয়ার জন্য । 


কোলাঘাট সামাজিক সেবা সমিতির বিভিন্ন সামাজিক কার্যকলাপে বিভাস দোলুই বাবুকে পাশে থাকার আহ্বান জানালেন কোলাঘাটের ভূমিপুত্র আবিদার মল্লিক সাথে সাথে বিভাস দোলুই বাবু সমস্ত রকম সাহায্য সহযোগিতা করার এবং সামাজিক কাজে পাশে থাকার আশ্বাস দিলেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code