Shani Maharaj : শুধু শনি মহারাজের পূজা নয়, সাথে করুন এই কাজগুলি

Shani Maharaj



লোক বিশ্বাস- শনি মহারাজ হলেন এমন একজন দেবতা, যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসেবে বিবেচিত হন। কিন্তু তা প্রকৃতপক্ষে সত্য নয়। শনি মহারাজ ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। তিনি খুব ধৈর্যশীল ও বুদ্ধিমান । তিনি মহাদেব হতে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন, যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে জানাযায় শনি নিজে কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোষানলে পড়লেও কখনোই সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হননি।



শনি পূজার পাঁচালি বা ব্রতকথায় পাওয়া যায়-

"শুদ্ধ ভাবে শুদ্ধ মনে আমার বারেতে।
করিবে আমার পূজা একান্ত মনেতে।।
নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে।
মাষকলাই আর মোষ সংগ্রহ করিবে।
কৃষ্ণ বর্ণ ঘট এক স্থাপন করিবে।
পঞ্চজাতি ফুল ফল করিবে অর্চনা।
এই মোর পূজা বিধি করিলাম সার।"




শনি পূজায় কোন আড়ম্বরের জায়গা নেই- ভক্তিই একমাত্র অবলম্বন। ব্রতকথা অনুসারে-
"ভক্তিই প্রধান জেনো কি কহিব আর।।
পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম ।
নব গ্রহ তোস্ত পাঠে ললইবেক নাম।।
আমার প্রসাদ খাবে করিয়া যতন।
সর্বোপাপ দূরে যাবে আমার বচন।।
অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে ।
অল্প দিনে সমনের ভবন সে যাইবে।।"


বলা হয় যে মানুষই জীবনে সােজা সহজ সরল পথে চলেন বা অত্যন্ত পরিশ্রমী হন, তার ওপরই শনিদেব কৃপা করে থাকেন। কিন্তু যদি স্বজ্ঞানে বা অজ্ঞানে কোনও ভুল করা হয়, তা হলে শনির কুদৃষ্টিতে পড়তেই হয়। এই কারণেই শনিদেবের নামে সকলে ভয় পায়। আসলে শনি মহারাজের কুদৃষ্টি মানে মহাদেব কাছ থেকে বর পাওয়া বক্রদৃষ্টির কথাই বলা হয়।


আর এই ভাদ্র মাস শনি মহারাজের পূজার বিশেষ মাস। যদি শনিদেবের আশির্বাদ পেতে হয়, তবে ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবার কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হয়-এমনটাই লোক বিশ্বাস।


সাধারণত শনিদেবের মন্দিরে অথবা গৃহের বাইরে খোলা জায়গায় শনিদেবের পূজা হয়। নীল বা কৃষ্ণ বর্ণের ঘট, পুষ্প, বস্ত্র, লৌহ, মাষ কলাই , কালো তিল, দুগ্ধ, গঙ্গাজল, সরষের তেল প্রভৃতি বস্তু শনিদেবের ব্রতের জন্য আবশ্যক। নির্জলা উপবাস বা একাহারে থেকে এই ব্রত পালন করতে হয়।


শনি দেবতার প্রণাম মন্ত্র


ওঁ সৌরাষ্ট্রং কাশ্যপং শুদ্রং
সুয্যাস্যং চতুরঙ্গলম। কৃষ্ণং কৃষ্ণাম্বরং
গৃধ্র- গতং সৌরিং চতুর্ভুজম। তদ্ব দ্বা
বর – শুলং ধনু হস্তং সমাহ্বয়েৎ।
যমাধিদৈবতং প্রজা – পতিপ্রতধি
দৈবতম নমঃ নমঃ।।১
ঔঁ ণীলাজ্ঞনচয়প্রখ্যং রবিসুনুং মহাগ্রহম্।
ছায়া গভ‘সস্ততং বন্দে ভক্ত্যা শনৈশ্চরম্ নমঃ




তবে এই ভাদ্র মাসে শুধু শনি মহারাজের পূজা নয়, শুভ ফল পেতে চাইলে মেনে চলতে হয় কিছু রীতি নীতি-এমনটাই পন্ডিতেরা বলে থাকেন। যেমন-

এক) ভাদ্রমাসের প্রত্যেক শনিবার উপবাস থেকে শনিদেবের পুজো করতে হবে। যদি সম্ভব না হয় প্রথম এবং শেষ শনিবারও করা যেতে পারে।

দুই) শনি মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালাতে হবে।

তিন) যে কোনও দরিদ্র বা ধার্মিক মানুষকে শনিবার কিছু দান করুন।
শনিবার কালাে বস্ত্র বা কম্বল দান করুন।

চার) কাল তিল কাপড়ে মুড়ে সন্ধ্যাবেলা শনি মন্দিরের সামনে পুড়িয়ে ফেলুন।

পাঁচ) নিজের হাতে তৈরি দই-ভাত দুঃস্থদের মধ্যে দান করুন।

ছয়) শনিবারে যেটুকু সম্ভব অর্থও দান করতে পারেন।

সাত) শনিবার একটি রুটির মধ্যে অল্প সরষের তেল মাখিয়ে কাককে খাওয়ান।

আট) লােহার কোনও জিনিস শনিবার কিনবেন না বা কাউকে দেবেন না।

নয়) শনিবার দিন শনি মন্দিরে নীল অপরাজিতা ফুল দান করুন।

দশ) শনিবার দিন সকালে স্নান সেরে শনিদেবের নাম করে অশ্বত্থ গাছের  গোঁড়ায় জল ঢালুন এবং সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালুন।