রাজবংশী মানুষের মধ্যে একতা তৈরিতে হলদিয়া অভিযান
তপন বর্মন, সংবাদ একলব্যঃ
গতবছর এই দিনে হলুদ গামছা গলায় দিয়ে ফেসবুক প্রোফাইলে সেই ছবি আপডেট করতে দেখা গেছে অসংখ্য রাজবংশী সম্প্রদায়ের মানুষকেই । আজও তার ব্যতিক্রম নয়।
এই কর্মকান্ডের আবেদক রতন বর্মা জানান- "Yellow is the most luminous of all the colors of spectrum. It's the color that captures our attention more than any other color. ...It's the color of happiness, and optimism, of enlightenment, creativity, sunshine and spring."
অর্থাৎ এই হলুদ রং টা সব থেকে বেশি মনোযোগ আদায় করে, এই রং টার অর্থ হইল আনন্দ, আশাবাদ, জ্ঞান, সৃজনশীলতা, ঔজ্জ্বল্য আর বসন্তকালের মনোরম শোভা।"
তিনি আরও বলেন- "রাজবংশী সমাজোত এই হলদিয়া গামছার ব্যবহারের ইতিহাস নিয়া হয়তো আরো চুলিচেরা বিশ্লেষণ হবে। হবে যুক্তির পর যুক্তি। তত্ত্ব আর তথ্যের দন-ঝগড়া। কিন্তুক সউগ কিছুকে পাছিলাত ফ্যালে থুইয়া বৃহত্তর রাজবংশী সমাজ এই হলদিয়া গামছাক আপন করি নিছে, বরণ করি নিছে হিদ্দের ভিতিরা থাকি। সউগ শুভ কাজোত আজি এই হলদিয়া গামছার ব্যবহার। এই গামছার সাথোত আছে আবেগ, আছে দরদ, আছে আত্মার সম্পর্ক। রাজবংশী সমাজের নানান শুভকাজোত এই হলদিয়া রং-এর ব্যবহার আছে। বিয়ার আগের দিন নয়া বর কইনার গাত কাচা হলদির রং নাগে দেওয়া হয়। চাইলন বাতির নগে নগে কাচা হলদির চাকা থোওয়া হয় হয়তো শুভ উদ্দেশ্যে। আরো হামার নানা শুভ কাজোত হলদির ব্যবহার আছে। তাছাড়া হলদির scientific আর medicinal গুণাগুণ তো আছেকে।"
তিনি রাজবংশী সমাজে হলুদ রঙের ব্যবহার প্রসঙ্গে আরও জানান- "বিশ্ব মহাবীর চিলা রায় যুজ্জযাত্রা করির আগোত একটা বিশেষ পূজা দিছে। সেই পূজার সমাই একজোড়া সাদা কইতোরের গাত কাচা হলদির রং নাগে ছাড়ি দিছে। সেই কইতোর যেদি উড়ি গেইছে বিশ্ব মহাবীর চিলা রায়ও সেইপাকে যুজ্জোত গেইছে আর জিতি আসিছে। এই জয় হইল শুভ ইঙ্গিত। আর সেই সমাই থাকি হলদিয়া রঙের ব্যবহার রাজবংশী সমাজের ভিতিরা শুরু হয়।"
হলুদ গামছা যে একটা ইতিহাস তৈরি করবে সে বিষয়ে প্রত্যয়ী রতন বর্মা, তাঁর মতে-
"এই গামছা কায় আনিল, কোটে থাকি আনিল এই প্রশ্নলা আজি মনে হয় অবান্তর। ইতিহাস মানষির কারণে তৈরি হয়, আর মানষিয়ে ইতিহাস তৈয়ার করে। হলদিয়া গামছাক নিয়া যদি ইতিহাস তৈরি হয় সেটা রাজবংশী মানষিলায় করিবে আর সেটা রাজবংশী মানষিলার কারণেএ হবে। সমাজ একটা বড় অংশের মানষি নিয়া তৈয়ার হয়। আজি হামার পেরায় গোটায় রাজবংশী সমাজ এই গামছাক মানি নিছে। তায় মুই মনে করং মোর মইধ্যত যদি আলাদা কোনো মত থাকিয়াও থাকে তাইলে বৃহত্তর স্বার্থে মোর ক্ষুদ্র মতটাক এই বৃহত্তর মতের ভিতিরাত সপি দেওয়া উচিত।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊