শিশু ও মহিলাসহ পাঁচ জন বাংলাদেশীকে আটক করে সাহেবগঞ্জ থানার হাতে তুলে দিলেন বিএসএফ আধিকারিকরা

BANGLADESHI



সমীর হোসেন, সাহেবগঞ্জঃ 

শুক্রবার রাতে ৫ জন বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করে সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। থানা সূত্রে জানানো হয়েছে দুজন মহিলা ও তিনজন নাবালক বাচ্চা সহ মোট ৫ জন সাহেবগঞ্জ ছাবড়ী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাচ্ছিল। সেই সময়ে ১৯২ নম্বর বিএসএফ জওয়ানরা তাদের আটক করে। এরপর শনিবার রাত্রে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা সুখী বিবি(৪০), আশিয়া বিবি(২৭) ও দুজন ছেলে বাচ্চা এবং একটি মেয়ে বাচ্চা সহ বেশ কয়েক মাস আগে সীমান্ত পেরিয়ে হরিয়ানায় ইটভাটায় কাজ করতে গিয়েছিল। সেখান থেকে তারা ট্রেনে করে নিউ কোচবিহার স্টেশন এসে নামে এবং সেই বাংলাদেশী নাগরিকরা সাহেবগঞ্জ ছাবড়ী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। সেই সময় বিএসএফ জওয়ানদের হাতে আটক হন ওই ৫ বাংলাদেশী। এদিন তাদের সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।