প্রয়াত সাহিত‍্যিক বুদ্ধদেব গুহ





সাহিত‍্য জগতে ফের শোকের ছায়া। এবার চলে গেলেন সাহিত‍্যিক বুদ্ধদেব গুহ। রবিবার রাত্রি সাড়ে ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। করোনা পরবর্তী জটিল সমস‍্যায় ভুগছিলেন তিনি। অবশেষে শেষ বিদায়। তাঁর মৃত‍্যুতে শোকের ছায়া সাহিত‍্য জগতে। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৮৫।




গত এপ্রিলে করোনা আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। আশঙ্কা কাটিয়ে বাড়িও ফিরেছিলেন। চলতি মাসে শারিরীক সমস‍্যা নিয়ে ফের ভর্তি হন হাসপাতালে। শ্বাসনালি ও মুত্রথলিতে সংক্রমণ হয়েছিল। চলছিল চিকিৎসা। কিন্তু তেমন উন্নতি হচ্ছিল না। অবশেষে রবিবার শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি।




১৯৩৬ সালের ২৯ জুন কলকাতায় জন্ম গ্রহন বুদ্ধদেব গুহ। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশুনা করেন তিনি। পেশাদার জীবন শুরু হয়েছিল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে। তাঁর প্রথম উপন্যাস ‘জঙ্গলমহল’। তাঁর অসংখ্য উপন্যাস বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি।একাধিক উপন্যাসে নিজেকে উজাড় করে দিয়েছেন সাহিত্যিক। পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের উপদেষ্টা বোর্ডের সদস্য, আকাশবাণী কলকাতার অডিশন বোর্ডের সদস্য ছিলেন বুদ্ধদেব।