দেবাঞ্জন দেবের ঘটনা হাল্কা না হতেই আর এক ভ্যাকসিন কাণ্ডে তৈরি হলো চাঞ্চল্য।
তৃণমূল নেত্রী নিজে ভ্যাকসিন দেওয়া কে কেন্দ্র করে শুরু হয়ে বিতর্ক
নিজস্ব প্রতিনিধি : আসানসোল পৌর নিগমের উদ্যোগে লছিপুর এর রেড লাইট এলাকায় একটি কোরোনা ভ্যাকসিন টিকা শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে পৌরসভার বোর্ড সদস্য তাবাসুম আরা পৌঁছান । সেখানে সকল ডাক্তার ,ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতেই তৃণমূলের নেত্রী তথা পৌরসভার বোর্ড সদস্য নিজে পৌঁছে তিনি সেখানকার মহিলাদের কোরোনা ভ্যাকসিনের টিকা প্রদান করছেন এমন ভিডিও ভাইরাল হতেই বিভিন্ন রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়ে পড়ে।
বিষয়টির তীব্র সমালোচনা করে আসানসোলের সিএমএইচও ডাঃ অশ্বিনী কুমার মাজি বলেন যে স্বাস্থ্যকর্মীদের উপস্থিত থাকাকালীন এভাবে ভ্যাকসিন দেওয়া মোটেই ঠিক হয়নি ।
এবিষয়ে কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন যে এটি একটি খুবই নিন্দনীয় ঘটনা যেখানে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিজে উপস্থিত সেখানে তৃণমূল নেত্রী কেন ওই সকল মহিলাদের ভ্যাকসিন লাগিয়েছিলেন? তাছাড়া করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
বিষয়টিকে হালকা ভাবে নেননি খোদ আসানসোল পুর নিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন কোনো ভাবেই এই অন্যায় মেনে নেওয়া যায় না । অন্যায় রুখতেই মানুষ মানুষ মমতা ব্যানার্জীকে ভোট দিয়েছে।
তবে যাকে ঘিরে এই বিতর্ক সেই জননেত্রী তবাসুম আরা অবশ্য তার বিরুদ্ধে আনা ভ্যাকসিন দেবার অভিযোগ অস্বীকার করেছেন । তিনি জানিয়েছেন তিনি কোন ভ্যাকসিন দেননি কেবলমাত্র খালি সিরিঞ্জ নিয়ে ধরেছিলেন শুধুমাত্র যারা ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছে তাদেরকে জাগরুক করার জন্য এই কাজ করেছেন তাছাড়া কিছুইনা । এছাড়াও তিনি আরো দাবি করেন স্কুলের শেষে তিনি নিজে নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন।
এই ঘটনার ভিডিও শেয়ার করে বাবুল সুপ্রিয় নিজের ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন শত শত মানুষের প্রান বিপদে... তার রাজনৈতিক রঙ কি তাকে শাস্তি থেকে সুরক্ষিত রাখবে, সেও প্রশ্নও তোলেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊