অজ্ঞাত পরিচয় এক যুবতীর নগ্ন দগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে




অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হলো সাহেরা পাড়া বাঁধের পার। 


পূর্ব বর্ধমান:

সাতসকালে নদীর বাঁধের ধারে এক যুবতীর নগ্ন ও দগ্ধ মৃতদেহকে ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের শাহেরা পাড়া এলাকায়।বর্ধমান থানার অধীন এই এলাকায় আজ দামোদর নদের বাঁধের ধারে ঝোপেঝাড়ে ওই যুবতীর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। মৃতদেহটির অধিকাংশ অংশ পোড়া অবস্থায় ছিল। মৃত যুবতীর গলায় ওড়নার ফাঁস রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 


তাদের অনুমান যুবতীকে অন্য কোথাও ধর্ষণ করে এনে এই এলাকায় পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে কেউ বা কারা । মৃতদেহের পাশে একটি বোতল ও অনেক গুলো দেশ্লাই উদ্ধার হয়েছে পুলিশ। তা দেখেই পুলিশ ও স্থানীয়দের অনুমান এই ঘটনাস্থলেই যুবতীর মৃতদেহটিকে পোড়ানো হয়েছে। তবে যুবতীর পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের অনুমান, মৃত যুবতী এই এলাকার বাসিন্দা নন। সকালে মৃতদেহ উদ্ধারের খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বহু মানুষ এসে ভিড় জমান নদীর ধারে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।


ঘটনাস্থলে আসেন বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহরায়,ডি এস পি সৌভিক পাত্র, এস ডি পি ও আমিনুল ইসলাম, বর্ধমান সদর থানার আই সি পিন্টু সাহা সহ বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী।ইতি মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন বর্ধমান থানার পুলিশ।

যুবতীর নগ্ন দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য

Posted by Sangbad Ekalavya on Saturday, July 3, 2021