বিদ্যুৎ ও পানীয় জল না মেলায় বিক্ষোভ তৃণমূলের
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
গত তিন দিন ধরে বার্নপুরের ওয়াগেন কলোনিতে মেলেনি পানীয় জল ও সাথে নেই বিদ্যুৎও। আর এরই প্রতিবাদে মঙ্গলবার বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কারখানার সামনে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালো ওই কলোনির বাসিন্দারা। এদিন ওই এলাকার কাউন্সিলার মিলন মন্ডল ও তৃণমূল নেতা উৎপল সেনের নেতৃত্বে চলে এই বিক্ষোভ।
জানা গিয়েছে বহু বছর আগে বার্ন স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ হয়ে যায়। কিন্তু বার্নপুর ওয়াগেন কলোনির ওই এলাকায় বহু মানুষ বসবাস করেন। অথচ গত ৩ দিন ধরে ওয়াগেন কলোনি সংলগ্ন ওই এলাকায় নেই কোন পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা।
আর যার জেরে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার সাধারণ মানুষেরা। আর তারই প্রতিবাদে এদিন তৃণমূলের নেতৃত্বে বার্ন স্ট্যান্ডার্ড কারখানার সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। আর এদিনএলাকাবাসীদের দাবি অবিলম্বে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করতে হবে।
এলাকার ওই এলাকার মানুষেরা বলেন এলাকার বিধায়ক অগ্নিমিত্রা পলও পানীয় জলের সম্যসা সমাধানের আশ্বাস দিয়েছিলেন কিন্তু কোনো এখনো কোন সুরাহা হয়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊