অতিরিক্ত পুলিশ সুপার নিযুক্ত হলেন টোকিও অলিম্পিকে রুপোজয়ী মীরাবাঈ চানু





অতিরিক্ত পুলিশ সুপার নিযুক্ত হলেন টোকিও অলিম্পিকে রুপোজয়ী মীরাবাঈ চানু। মণিপুরের মুখ্যমন্ত্রী নিজেই মীরাবাঈ চানুকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করার ঘোষণা দেন। টোকিও-তে চলতি অলিম্পিক্সে ভারত্তোলনে রুপো জেতার পর আজ দেশে ফিরলেন মীরাবাঈ চানু। আর দেশে ফিরতেই মনিপুর সরকার তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করার ঘোষণা দিলেন।

.