গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী শ্বশুর-শাশুড়ি
ময়নার কাঁচিচক গ্রামে অনুশ্রী নামে এক 18 বছরের মেয়ের সঙ্গে কৃপানন্দ পুরের বাবলু দাস নামে একটি ছেলের সঙ্গে বিয়ে হয় দু'বছর আগে। বিয়ের পর থেকেই স্বামী শ্বশুর-শাশুড়ি পণের দাবিতে গৃহবধূটির উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে বলে অভিযোগ।
অনুশ্রী বাবা মিলন সানা এর অভিযোগ অনুসারে গ্রাম্য সালিশের মাধ্যমে দু-তিনবার এই বধূ নির্যাতনের মীমাংসা করা হলেও তার মেয়েকে তার শ্বশুরবাড়িতে খেতে-পরতে দিত না, অসুখ-বিসুখে দেখাতো না ,বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে বলতো এবং আত্মহত্যার প্ররোচনা দিত।
গত বৃহস্পতিবার সাড়ে তিনটের সময় গৃহবধু তার মাকে ফোন করে জানায় যে তার স্বামী শ্বশুর-শাশুড়ি তাকে মেরে ফেলবে। এই কথা শুনে মেয়েটির মা সন্ধ্যা ছ-টার সময় তার বাড়িতে গিয়ে দেখেন তার মেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছে। বাড়িতে স্বামী শ্বশুর-শাশুড়ি পলাতক। ওই অবস্থায় মেয়েটিকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী বাবলু দাস, শাশুড়ি গীতা দাস , শশুর স্বপন দাস কে ময়না থানার পুলিশ আজ গ্রেপ্তার করে তমলুক কোর্টে চালান করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে
গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী, শ্বশুর ও শাশুড়ি
Posted by Sangbad Ekalavya on Sunday, July 4, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊