Olympic 2020- সর্বকনিষ্ঠ খেলোয়াড়- হেরে গেলেও নজর কাড়লো সমগ্র বিশ্বের
অলিম্পিক্সের আঙিনায় পথচলা থেমেছে প্রথম রাউন্ডেই। তিনগুণের বেশি বয়সী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ে পেরে ওঠেননি। কিন্তু তাতে কী? খেলতে নেমেই যে দারুণ এক কীর্তি গড়ে ফেলেছেন হেন্দ জাজা। গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ১২ বছর বয়সী এই টেবিল টেনিস খেলোয়াড়ই টোকিওর আসরের সবচেয়ে কম বয়সী অ্যাথলেট!
একে তো যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার নানা প্রতিকূলতা, তার সঙ্গে যোগ হয় গত বছর থেকে প্রকট আকার ধারণ করা করোনাভাইরাস নামক এক বৈশ্বিক মহামারী। সবকিছুই পথ আগলে দাঁড়ায় জাজার। গৃহযুদ্ধের কারণে এক বছরে দেশের বাইরে খেলতে পেরেছেন মাত্র ২/৩টি ম্যাচ। কিন্তু ছোট মেয়েটি দমে যায়নি কিছুতেই।
অস্ট্রিয়ান প্রতিপক্ষ ৩৯ বছর বয়সী লিউ জিয়ার কাছে শনিবার ৪-০ ব্যবধানে হেরে জাজা বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে। কিন্তু এই অ্যাথলেটের সব বাধা পেরিয়ে আসার গল্প যে কারো জন্যই হতে পারে অনুপ্রেরণার ।
ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের নথিপত্রে জাজার জন্ম ২০০৯ সালের ১ জানুয়ারি। অর্থাৎ তার বর্তমান বয়স ১২ বছর ২০৫ দিন। টোকিওর আসরে সব থেকে কম বয়সের খেলোয়াড় হেন্দ জাজাই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊