Latest News

6/recent/ticker-posts

Ad Code

Olympics 2020- আজ প্রথম দিনে ভারতীয় ক্রীড়াবিদদের হাল হাকিকত একনজরে

Olympics 2020- আজ প্রথম দিনে ভারতীয় ক্রীড়াবিদদের হাল হাকিকত একনজরে 

মোনিকা বাত্রা



ভারত্তোলন- আজ ভারতের হয়ে অলিম্পিক্স ২০২০ তে প্রথম পদক ছিনিয়ে আনেন মহিলাদের ৪৯ কেজি বিভাগে মীরাবাঈ চানু। তিনি দ্বিতীয় স্থানে  রুপো জিতলেন। 

টেবল টেনিস- মিক্সড ডবলসে হারলেও মহিলাদের সিঙ্গলসে দুরন্ত জয় পেলেন মোনিকা বাত্রা ও সুতীর্থা মুখার্জি।

টেনিস- পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সুমিত নাগাল। ডেভিড এস্তোনিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন সুমিত। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় বাছাই রাশিয়ার ডেভিড মেদভেদভের বিরুদ্ধে।

শ্যুটিং- ১০ মিটার এয়ার রাইফেলে সৌরভ চৌধুরী কোয়ালিফিকেশন রাউন্ডে শীর্ষস্থানে থেকে ফাইনালে উঠলেও পদক জিততে ব্যর্থ হন। ফাইনালে ৮জন প্রতিযোগির মধ্যে সপ্তম স্থানে শেষ করেন উত্তরপ্রদেশের ১৯ বছরের শ্যুটার সৌরভ। এই বিভাগে অভিষেক ভর্মা ফাইনালে উঠতে ব্যর্থ হন।

হকি-পুরুষদের হকিতে গ্রুপ এ-র প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডকে ৩-২ গোলে হারাল ভারত। আগামিকাল, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। মহিলাদের হকিতে নেদারল্যান্ডসের কাছে লজ্জার হারের মুখে পড়তে হল।

জুডো-গেমসে ভারতের একমাত্র জুডোকে কোনও পয়েন্ট না পেয়েই প্রথম রাউন্ডে বিদায় নিলেন।

বক্সিং- পুরুষদের ৬৯ কেজি বিভাগে প্রথম রাউন্ডের জাপানের বক্সারের কাছে হেরে ছিটকে গেলেন বিকাশ কৃষাণ। পদকের আশায় থাকা বিকাশ প্রি কোয়ার্টার ফাইনালে ০-৫ হারলেন জাপানের কুইনকি ওকাজাওয়ার বিরুদ্ধে।

ব্যাডমিন্টন: সিঙ্গলসে প্রথম রাউন্ডে বিদায় নিলেন সাই প্রণিত।

Event Schedule | 25th July






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code