বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম একাদশ ঘোষণা করল ভারত


pic source: BCCI


নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম একাদশ ঘোষণা করল ভারত। প্রত্যাশামতোই সুযোগ পেলেন না ঋদ্ধিমান সাহা। উইকেট কিপার হিসেবে দলে জায়গা করে নিলেন ঋষভ পন্থ।


৩ পেসার ও ২ স্পিনার নিয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত। পেসারদের মধ্যে দলে রয়েছে মহম্মদ শামি, যশপ্রীত বুমরা ও ইশান্ত শর্মা। দুই স্পিনার রবিচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।


ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিল। তিন থেকে ছয়ে যথাক্রমে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে ও ঋষভ পন্থ। অশ্বিন ও জাডেজা থাকাতেই সম্ভবত পাঁচ বোলার খেলানোর ঝুঁকি নিয়েছেন কোহলি। কারণ, স্পিনার হলেও দুজনেরই ব্যাটের হাত ভাল। বড় ইনিংস খেলতে পারেন।


মহম্মদ সিরাজকে নিয়ে অনেক চর্চা হলেও, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে প্রথম একাদশে তাঁকে রাখা হয়নি।


বৃহস্পতিবার টিমস কলে কোহলি বললেন, 'পাঁচদিন ধরে ভাল ক্রিকেট খেলা লক্ষ্য আমাদের। কারা প্রতিপক্ষ ভাবছি না। টেস্ট ক্রিকেটে এরকম একটা ম্যাচের জয় পরাজয় দিয়ে চ্যাম্পিয়ন ঠিক করে দেওয়া যায় না। ৪-৫ বছরের পারফরম্যান্স দেখতে হয়।'


ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি।


এর আগে টেস্ট ম্যাচ শুরুর আগের দিন ১২ জনের দল ঘোষণা করে দেওয়ার একটা রীতি তৈরি করেছিলেন কোহলি। তবে এদিন ছক ভেঙে একেবারে প্রথম একাদশই জানিয়ে দেওয়া হল।