রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া দপ্তর 



রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া দপ্তর। দু-এক জায়গায় বজ্রবিদ‍্যুৎ সহ আগামী তিনদিন প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 


দক্ষিণবঙ্গে নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। পাশাপাশি উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে। 


বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হতে শুরু করায় সাগর থেকে দখিনা বাতাস ও দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। 


বিহার, ঝাড়খণ্ড, অসম ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার সংলগ্ন উত্তরবঙ্গে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে ফলে, বুধবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 


উত্তরবঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 


বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।


এদিকে স্বাভাবিক গড় বৃষ্টির ৯৫ শতাংশ বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতে, পূর্বাভাসে জানাল মৌসম ভবন।