Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফি মুকুবের প্রতিবাদে দাবিতে রাজপথ অবরোধ করলো বর্ধমান মহিলা কলেজের ছাত্রীরা

ফি মুকুবের দাবিতে বর্ধমান রাজপথ অবরোধ করলো বর্ধমান মহিলা কলেজের ছাত্রীরা



পূর্ব বর্ধমান:-


অতিরিক্ত কলেজের ফি নেওয়ায় এবার বর্ধমান রাজপথ অবরোধ করলো বর্ধমান উদয়চাঁদ মাহতাব মহিলা কলেজের ছাত্রীরা।


এদিন অতিরিক্ত ফি মকুবের দাবিতে ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধে সামিল হন।


কলেজ ছাত্রীরা জানান,বিগত দুই বছর ধরে লকডাউন চলছে,সুতরাং কলেজ বন্ধ রীতিমতো। এছাড়া করোনা অতিমারি এবং লকডাউন হওয়ায় প্রত্যেক পরিবারে অর্থ সঙ্কট, পাশাপাশি দুই বছর বাবদ কলেজ বন্ধ থাকায় কোনোরকম ইলেক্ট্রিক,জল ও অন্যান্য যাবতীয় কিছুই ব্যবহার করা হয়নি।

কেন কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নেবে? কার্যতঃ ফি মুকুব না হলে আগামীতে প্রত্যেক ছাত্রীরা বৃহত্তর আন্দোলনে নামবে।এই ঘটনায় ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ।


অন্যদিকে TMCP র পক্ষ থেকে কলেজের কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করতে আসেন।

কিনতু সাধারণ ছাত্রীরা TMCP র মাতব্বরি চাইছেন না, সুতরাং ছাত্রীরা নিজেদের লড়াই নিজেরা লড়তে চাইছেন এমনই দাবি তাদের।


পাশাপাশি TMCP র পক্ষ থেকে বলা হচ্ছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর এই নিয়ে সাধারণ ছাত্রীদের মধ্যে ক্ষোভ শুরু হয় TMCP র বিরুদ্ধে।

পরে ছাত্রীদের সঙ্গে কথা বলেন TMCP, ছাত্রীদের ফি মুকুবেরর আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন ছাত্রীরা।


এখন দেখার কলেজের অতিরিক্ত ফি নিয়ে TMCP র কি ভূমিকা থাকছে? এছাড়া কলেজ ছাত্রীরা বা কি চিন্তা ভাবনা করবেন? সমগ্র বিষয়ে তাকিয়ে মহিলা কলেজের ছাত্রীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code