‘‌দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’‌ কর্মসূচি, নির্দেশ মমতার




একে একে বেশির ভাগ পরিষেবা জনগণের দরজায় নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। দুয়ারে সরকার, দুয়ারে ত্রান, দুয়ারে রেশন, এবার নিয়ে এল ‘‌দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’‌ কর্মসূচি। রেশন গ্রাহকদের জন্যে রাজ্য খাদ্য দফতর চালু করছে ‘‌দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ কর্মসূচি’‌। রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করা হবে বলে খবর।


আগস্ট মাস থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ী আগামী অগাস্টের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা নিয়ে এগোনো হচ্ছে বলে খবর। এরপরও যদি কেউ বাকি থেকে যায় তাহলে এলাকা ভিত্তিক শিবির খোলা হবে।


রাজ্যের খাদ্য দফতর রেশন ডিলারদের এই বিষয়টি জানিয়ে দিয়েছে। আধার সংযুক্তিকরণের জন্য পূরণ করতে হবে ১১ নম্বর ফর্ম। এই সংযুক্তিকরণ হলে রেশন ডিলারদের কাছে থাকা ই–পাস মেশিনে অনলাইনে যুক্ত হয়ে যাবে। ফলে খাদ্য দ্রব্য গ্রাহকরা সংগ্রহ করলেই খাদ্য দফতর জানতে পেরে যাবে ওই গ্রাহকের পরিচয়। আর তা কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হবে।



জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আধার সংযুক্তিকরণের নির্দেশ দেন। দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’‌ কর্মসূচি ঘোষণা করতেই কাজ শুরু করে দেয় খাদ্য দফতর। কাজ করছে রাজ্য সরকারি সংস্থা ওয়েবেল।



ইতিমধ্যেই রেশন গ্রাহকরা নিজেরাই অনেকে আধার সংযুক্তিকরণ করার কাজ করছেন। ওয়েবেল এজেন্সি নিয়োগ করে খাদ্য দপ্তর বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করতে চাইছে। ইতিমধ্যেই দেশে চালু হচ্ছে, এক দেশ, এক রেশন ব্যবস্থা এমনটাই খবর।