Latest News

6/recent/ticker-posts

Ad Code

নববধূর বেশে ইয়ামি গৌতম

নববধূর বেশে ইয়ামি গৌতম




কয়েকদিন আগেই নিজের বিয়ের ছবি প্রকাশ‍্যে এনেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁঁধা পড়েছেন ইয়ামি। 




প্রথমে নিজের বিয়ের ছবি সোশ‍্যালে প্রকাশ‍্যে আনার পর গায়ে হলুদের ছবিও শেয়ার করেছেন নববধূ ইয়ামি গৌতম। শুক্রবার চুপিসারে নিজের জন্মস্থান হিমাচল প্রদেশে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি ও আদিত্য।




কখনো সবুজ গর্জাস ট্রাডিশনাল শাড়ি, হাতে চূড়া, সিঁথিতে চওড়া সিঁদুর ও কানে লম্বা ঝোলা সোনার দুল পরে ধরা দিয়েছেন পাহাড়ি কন্যা ইয়ামি। আবার কখনো হলুদ রঙের গর্জাস সালোয়ার কুর্তা পড়েছেন। 




পরনে লাল বেনারসি শাড়ি, গায়ে সোনার গয়না, সিঁথিতে চওড়া সিঁদুর। বিয়ের পর প্রথমবার এভাবেই প্রকাশ্যে এলেন নববধূ ইয়ামি গৌতম। ছবি পোস্ট করে ইয়ামি লিখেছেন, 'Rind posh maal gindane draaye lo lo. Let's welcome the spring season ' 





দেশজুড়ে করোনা সংক্রমণের মাঝেই চুপিসারে বিয়ে সাড়লেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। 'সানাম রে' সিনেমার নায়িকা অভিনেত্রী ইয়ামি গৌতম সাত পাকে বাধা পড়লেন উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক-এর পরিচালক আদিত্য ধরের সঙ্গে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code