Latest News

6/recent/ticker-posts

Ad Code

All India Maths Competition-এ দেশের মধ্যে দ্বিতীয় জলপাইগুড়ির কৃতী সন্তান প্রীতম

All India Maths Competition-এ দেশের মধ্যে দ্বিতীয় জলপাইগুড়ির কৃতী সন্তান প্রীতম



ইন্ডিয়ান ম্যাথ অ্যাসোসিয়েশন [indian math association] এর এবছর এর নেশনাল ম্যাথ টেস্ট ২০২১ [national maths test 2021] এর মেধা তালিকা প্রকাশ হতেই দেখা গেলো দ্বিতীয়  স্থান অধিকার করেছে প্রীতম ঘোষ। 

প্রীতম এর আগেও রাজ্য ম্যাথ অলিম্পিক এ প্রথম স্থান অধিকার করে। প্রীতম এবছর  ৯৫% নম্বর প্রাপ্ত করে এবং শুধু ১% নম্বরের জন্য প্রথম স্থান অধিকার করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন । এবছর প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র থেকে। 

প্রিতমের এই সাফল্যে খুশি তার পরিবার থেকে শুরু করে জলপাইগুড়ি ও রাজ্যবাসী। তার এই সংবাদ শোনার পর তাকে অভিনন্দন জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষ। 

প্রীতম কে অভিনন্দন জানান তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী, রাজ্য তৃণমূলের মুখপাত্র সুপ্রিয় চন্দ, রাজ্য তৃণমূলের সম্পাদক সন্তোষ মিশ্র থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারকারী জলপাইগুড়ির আরেক কৃতি সন্তান গ্রন্থন সেনগুপ্ত। 

প্রীতম সংবাদমাধ্যমের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানান। প্রীতম আগের মতো এবারও জানিয়েছে যে সে আগামীতে wbcs অফিসার হতে চায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code