Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের রেকর্ড গড়লো জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগান

ফের রেকর্ড গড়লো জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগান




ফের রেকর্ড গড়লো জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগান। দেশের সেরা চা বাগানের শিরোপার পর ডুয়ার্সের চা হিসেবে এই প্রথম এই বাগানের চা সর্বাধিক দামে নিলাম হোলো।


আসামের সাথে পাল্লা দিয়ে এই প্রথম রেকর্ড দামে অকশন হোলো ডুয়ার্সের সিটিসি চা। খুশির হাওয়া ডুয়ার্সের চা বলয়ে।


গত ২১ শে মে তারিখে ছিলো আন্তর্জাতিক চা দিবস। আর সেই দিবস উপলক্ষে চা পাতা তৈরী করে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগান। গত ২১ শে জুন তারিখে সেই চা কলকাতা টি অকশন সেন্টারে নিলাম হয়। যার দর ওঠে কেজি প্রতি ১৭১০/- যা শতাব্দী প্রাচীন ডুয়ার্সের চা ইতিহাসে সেরা দাম বলে দাবী করলেন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের সিনিয়র ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code