করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহার করা যাবে না, জানালো কেন্দ্র
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। এমন পরিস্থিতিতে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল করোনা চিকিৎসায় বন্ধ হতে চলেছে প্লাজমা থেরাপির প্রয়োগ? এবার তা স্পষ্ট করলো কেন্দ্র। ICMR-এর তরফে জানিয়ে দেওয়া হল, প্লাজমা থেরামি প্রয়োগ করে আর কোভিড আক্রান্তদের চিকিৎসা করা যাবে না।
করোনা থেকে সেড়ে ওঠা মানুষের রক্ত দিয়ে অন্য করোনা সংক্রমিত রোগীর চিকিৎসা করা হয় প্লাজমা থেরাপি দিয়ে। এতে ওই করোনা রোগীর শরীরে থাকা ভাইরাস বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। সকলে প্লাজমা দিতে পারে না চিকিৎসকের পরামর্শ নিয়েই প্লাজমা দান করা যায়।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ন্যাশনাল টাস্ক ফোর্সের সদস্যরা আলোচনার পর করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগ বন্ধ করার পরামর্শ দেন।একাধিক চিকিৎসায় প্লাজমা থেরাপির সঠিক প্রয়োগ হয়নি এছাড়াও করোনার দ্বিতীয় ঢেউয়ে উল্লেখযোগ্য সাফল্যও আসছে না ফলে তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
রবিবার বৈঠকে জানানো হয়, করোনা রোগীদের জন্য কেন্দ্রের ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের যে গাইডলাইন রয়েছে, সেখান থেকে প্লাজমা থেরাপিকে বাদ দেওয়া হোক। তাঁদের পরামর্শ মেনেই ICMR এই থেরাপি প্রয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়।
AIIMS/ICMR-COVID-19 National Task Force/Joint Monitoring Group, Ministry of Health & Family Welfare, Government of India revised Clinical Guidance for Management of Adult #COVID19 Patients and dropped Convalescent plasma (Off label). pic.twitter.com/Dg1PG5bxGb
— ANI (@ANI) May 17, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊