এবার প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গ ব্যক্তিদের ‘বাড়ির কাছাকাছি’ টিকাকেন্দ্রের ব্যবস্থা





প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গ ব্যক্তিদের ‘বাড়ির কাছাকাছি’ টিকাকেন্দ্রের ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুসারে এবার থেকে প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রেই টিকাকরণের ব্যবস্থা হবে। 

এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী রতন লাল কাটারিয়া । তিনি বলেন, এই পদক্ষেপ গ্রহণের ফলে দেশের প্রায় ১৪ কোটি প্রবীণ নাগরিক এবং ২.২ কোটি দিব্যাঙ্গ ব্যক্তি উপকৃত হবেন । 

শ্রী কাটারিয়া বলেন, মোদী সরকার সাধারণ মানুষের প্রতি যথেষ্টই সংবেদনশীল এবং বর্তমান অতিমারি পরিস্থিতিতে ত্রাণ সরবরাহের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে । তিনি বলেন, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক সমাজের দুর্বল ও অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ ।