Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত HIV গবেষক স্মরজিৎ জানা

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত HIV গবেষক স্মরজিৎ জানা

sample picture from internet



করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। ছাপিয়ে গেছে সকল রেকর্ড। দৈনিক আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা সবেতেই গড়ছে নতুন রেকর্ড। বাদ যাচ্ছে না কেউই। দেশের সাথে সাথে রাজ্যের করোনা পরিস্থিতিও ভয়াল। নেতা- নেত্রী থেকে অভিনেতা অভিনেত্রী, চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী, পুলিশ থেকে সাধারন। এবার করোনার কবলে প্রান হারাল আরও এক চিকিৎসক। করোনা প্রাণ কাড়ল রাজ্যের আরও এক চিকিৎসক ও এইচআইভি গবেষক স্মরজিৎ জানার।



জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হয়েছে তিনি। করোনা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন ৬৮ বছর বয়সী ওই চিকিৎসক। আজ সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়।টিকা নিয়েও করোনা আক্রান্ত একাধিক চিকিৎসক। কলকাতা পোর্ট ট্রাস্ট সেন্টিনারি হাসপাতালের ১৪জন চিকিৎসক আক্রান্ত।

এই ঘটনায় দুঃপ্রকাশ করে ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যৌনকর্মী এবং সমাজে ব্রাত্য মহিলাদের সাহায্য করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code