Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিঘা ও সুন্দরবনের উন্নয়নে প্যাকেজ ১০ হাজার কোটির করে প্যাকেজ: মুখ‍্যমন্ত্রী

দিঘা ও সুন্দরবনের উন্নয়নে প্যাকেজ ১০ হাজার কোটির করে প্যাকেজ: মুখ‍্যমন্ত্রী 





দিঘার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ঘূর্ণিঝড় ইয়াসের জেরে ২০ হাজার কোটির ক্ষতি হয়েছে, প্রধানমন্ত্রীর হাতে ক্ষয়ক্ষতির রিপোর্ট তুলে দিয়েছি। জানি না কতটা কী পাব, তবে জানিয়ে এসেছি।' প্রশাসনিক বৈঠকে না থাকার প্রসঙ্গে বলেন, 'প্রধানমন্ত্রী মিট করতে চেয়েছিলেন, তাই গিয়েছিলাম। ওনাকে জানিয়েছি দিঘায় যেতে হবে। আপনার পারমিশন নিয়ে বেরিয়ে যাচ্ছি।'




ইয়াসের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা। দিঘা ও সুন্দরবনের উন্নয়নের জন্য আলাদা করে আর্থিক প্যাকেজও কেন্দ্রের কাছে চেয়েছেন মুখ‍্যমন্ত্রী। দিঘা ও সুন্দরবনের উন্নয়নে প্যাকেজ ১০ হাজার কোটির করে প্যাকেজ চাওয়া হয়েছে বলেও জানান মুখ‍্যমন্ত্রী। পাশপাশি দিঘাকে নতুন করে সাজাতে উন্নয়ন বোর্ড গঠনের কথা জানান। সেই বোর্ডের শীর্ষে থাকবেন রাজ‍্যের মুখ‍্য সচিব আলাপন বন্দোপাধ‍্যায়। 




আগামীকাল দিঘা ও সংলগ্ন অঞ্চলে এরিয়াল সার্ভে করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। দিঘার পাশাপাশি নন্দীগ্রাম খেজুরি এই সমস্ত অঞ্চলও তিনি ঘুরে দেখবেন বলেও জানিয়েছেন। এদিন, স্থানীয় প্রশাসনে ইয়াসের সময় কাজ নিয়েও প্রশংসা করেন তিনি। পাশাপাশি যাবতীয় পুকুর দ্রুত পরিষ্কার করার বিষয় ও পানীয় জলের যাতে কোনও সমস্যা না হয়, সেই দিকটিও নিশ্চিত করতে বলেন তিনি। দেখুন ভিডিও:
দীঘায় ইয়াস সংক্রান্ত পর্যালোচনা বৈঠক

দীঘায় ইয়াস সংক্রান্ত পর্যালোচনা বৈঠক দিঘার সৌন্দর্য ফিরিয়ে আনতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

Posted by Sangbad Ekalavya on Friday, May 28, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code