স্কুলের জন্মদিনে স্কুলশিক্ষকের মানবিক উদ্যোগ
শচীন পাল, গোপীবল্লভপুর
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেছোগ্রামের বাসিন্দা ২২ বছরের দৃষ্টিহীন শিক্ষার্থী রাহুল দে-র জীবন সংগ্রামের কাহিনী চিত্রনাট্যর গল্পকেও হার মানায়। রাহুল কিন্তু জন্মান্ধ নয়।কোনো অসুস্থতায়ও সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেনি।অষ্টম শ্রেণীতে পাঠরত অবস্থায় দুষ্কৃতীদের ফেলে যাওয়া বোতল বোমার বিস্ফোরণে আহত হয় এই কিশোর।দীর্ঘ চিকিৎসার পর রাহুলের জীবনের আলো প্রজ্বলিত থাকলেও চোখের আলো কিন্তু চিরতরেই নিভে যায়।সম্পূর্ণরূপেই হারিয়ে যায় তার দৃষ্টিশক্তি।তাই সে দেখতে পায় না, নীল আকাশে পাখির আনাগোনা।দেখতে পায় না সবুজ শ্যামলিমায় ভরা এই ধরিত্রী।দেখতে পায় না, শরতের আগমনে সজ্জিত প্রকৃতির রূপ।দেখতে পায় না, বর্ষার আগমনে নদীর প্রবল জলোচ্ছ্বাস l
কিন্তু সে স্বপ্ন দেখে, এই অবক্ষয়ের সমাজে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সমাজকে পথ দেখানোর।এই অদম্য জেদের জন্যই,অন্ধত্ব নিয়েও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশি শতাংশের ওপর নম্বর নিয়ে সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নেয় এই মেধাবী শিক্ষার্থী l বর্তমানে সে চৈতন্যপুরে অবস্থিত বিবেকানন্দ মিশন আশ্রমের টিচার্স ট্রেনিং সেন্টারের প্রথম বর্ষের ছাত্র l এখনো তার চোখে পিনের মতো কিছু একটা আটকে রয়েছে l কিন্তু আর চিকিৎসা করানোর মতো সামর্থ্য এই দিনমজুর পরিবারের নেই।
এই শিক্ষার্থীর সততা,পরিশ্রম, অধ্যবসায়, সর্বোপরি জীবনযুদ্ধে জয়ী হওয়ার অদম্য মানসিকতাকে সম্মান জানিয়ে পরিবারটির পাশে দাঁড়ান "জঙ্গলমহল"এলাকার মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী।এই মেধাবী শিক্ষার্থীর চিকিৎসার জন্য দশ হাজার টাকা তাদের পরিবারের একাউন্টে পাঠিয়ে দেন তিনি। উল্লেখ্য, হেরম্ব বাবুর বাড়ি বাঁকুড়া জেলায় I বর্তমানে তিনি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের নয়াবসান জনকল্যান বিদ্যাপীঠের শিক্ষক।আজ এই বিদ্যালয়ের জন্মদিন। স্কুলের জন্মদিনে স্কুলশিক্ষকের এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।অবশ্য এই প্রথম নয় । এর আগেও বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অসহায়, দুস্থ মানুষের পাশে বহুবার দাঁড়িয়েছেন এই মানবদরদী শিক্ষক। সংবাদপত্রের শিরোনামে বহু বার উঠে এসেছে বৈষ্ণবতীর্থ গোপীবল্লভপুরের ঐতিহ্য, প্রাচীন নয়াবসান জনকল্যান বিদ্যাপীঠের নাম।
স্কুলের জন্মদিনে স্কুলশিক্ষকের এহেন মানবিক উদ্যোগের ফলে আরো একবার বাংলার মানবিক মানচিত্রে উজ্জ্বল হয়ে উঠল পূণ্যভূমি গোপীবল্লভপুরের প্রাণ প্রিয় নয়াবসান জনকল্যান বিদ্যাপীঠের নাম l দায়িত্ব ও কর্তব্য বোধ,গল্পে উপন্যাসে ও চিত্রনাট্যে অনেক দেখা যায় l কিন্তু কর্তব্যনিষ্ঠার এই অনন্য দৃষ্টান্ত সত্যিই বিরল l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊