West Bengal Assembly Elections 2021: অষ্টম দফা তথা শেষ দফার ভোট চলছে Live Update




আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফার  ভোটগ্রহণ চলছে। 

শেষ দফায় চার জেলার ৩৫টা আসনে ভোট। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদার ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসন। 


  • ভোট শুরুর আগে বেলেঘাটা বিধানসভার গুরুদাস কলেজের বুথে উত্তেজনা। বিজেপির পোলিং এজেন্টদের বাধা ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • নানুরের বেজরা গ্রামে রাতভর বোমাবাজি। তৃণমূলের পোলিং এজেন্ট দেবদাস সরকারের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
  • মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ২
  • রাতে নানুরের রাতভর বোমাবাজি
  • ভোটের আগের রাতে তৃণমূল প্রার্থীর 'গাড়ির ধাক্কায়' মৃত্যু সিপিএম কর্মীর, উত্তপ্ত ডোমকল

  • 'এরকম শান্তিপূর্ণ ভোট আগে হয়নি', কাশীপুর-বেলগাছিয়ায় ভোট দিয়ে বললেন মিঠুন চক্রবর্তী
  • 'আজ বাংলায় অষ্টম দফার অর্থাৎ অন্তিম পর্বের নির্বাচন।আমি এই পর্বের সকল ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে পূর্বের সাত দফা নির্বাচনের মতোই আপনারও বাংলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে উৎসাহের সাথে অধিক সংখ্যায় ভোট দান করুন।' ট্যুইটার বার্তা অমিত শা'র।

  • মুর্শিদাবাদের হরিহরপাড়ার হোসেনপুরে কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর। অভিযোগ তৃণমূলের দিকে।
  • বীরভূমের লাভপুরে তাজা বোমা উদ্ধার। আটক ১ জন।
  • ভোট দিলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
  • শীতলকুচির ১২৬ নম্বর বুথে পুনির্বাচন হচ্ছে আজ। এই বুথে মোট ভোটার সংখ্যা ৯৬৬ জন। ভোটগ্রহণ পর্ব শুরু হতেই বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন নজরে আসে। অশান্তি এড়াতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে শীতলকুচির ওই বুথে।
  • উত্তপ্ত বীরভূমের নানুর, নানুরের ফতেপুর এলাকার TMC কর্মীর ছেলেকে মারধরের অভিযোগ BJP র বিরুদ্ধে

  • 'মতাদর্শের পার্থক্য আছে, আদর্শগত তফাৎ আছে কিন্তু ব্যক্তিগত শত্রুতা নেই। তাই যুযুধান তিন প্রার্থী একসাথে সেই অভিশপ্ত ৫/১২৬ নং বুথের সামনে।'- পার্থপ্রতিম রায়
  • সকাল সাড়ে ৯টা পর্যন্ত সামগ্রিক ভোটের হার ১৬.০৪ শতাংশ