শীতলকুচির সেই ১২৬ নং বুথে বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে উত্তেজনা
শীতলকুচি
গত ১০ই এপ্রিল চতুর্থ দফার ভোটে শিতলকুচির ১২৬ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রান যায় ৪ ভোটারের। এরপর আজ অষ্টম তথা শেষ দফার ভোটের দিন নির্বাচন সেই কেন্দ্রে। আজ ভোট গ্রহণ শুরু কিছু পরেই বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে তৈরি হয় অশান্তি। বুথের ২০০ মিটারের মধ্যে দলীয় পতাকা লাগানো অবস্থায় বিজেপি প্রার্থী গাড়ি বলেই অভিযোগ তৃণমূলের। বিজেপির দাবি, ভুলবশত গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন প্রার্থী। সাধারণ বিষয়কে নিয়ে রাজনীতি করছে তৃণমূল।
বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মনের গাড়ি বুথের ২০০ মিটারের মধ্যে দলীয় পতাকা লাগানো অবস্থায় ঢোকে বলেই অভিযোগ। তৃণমূল প্রার্থী পার্থপ্রতীম রায় বলেন,''বুথের ২০০ মিটারের মধ্যে কোন রাজনৈতিক পোস্টার বা ব্যানার থাকার কথা নয়। অথচ বিজেপি প্রার্থীর গাড়ি রয়েছে।'' আরও অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির তাবেদারি করছে।
বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন বলেন,''বুথে গিয়েছিলাম। ভুলবশত গাড়িটি রাখা হয়েছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন।'' পরে গাড়িটি সরিয়ে নেয় বিজেপি। ১০ ই এপ্রিলের পর আজ ভোট গ্রহণ এই কেন্দ্রে। ফলে বারতি সতর্কতা নিয়েছে কমিশনও। নিরাপত্তার চাঁদরে মুড়ে চলছে ভোট গ্রহণ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊