অযথা আতঙ্কিত না হয়ে কীভাবে কোথায় করোনা আক্রান্ত রোগীকে ভর্তি করবেন জেনে নিন
![]() |
credit: https://excise.wb.gov.in/ |
আপনার বা আপনার পরিচিত কারো কোভিড টেস্টে পজিটিভ আসলে তাঁকে হাসপাতালে ভর্তি করবেন-কিন্তু কোথায় বেড রয়েছে ? আর কীভাবেই বা যোগাযোগ করবেন- তা নিয়ে সব দুশ্চিন্তার অবসান করেছে রাজ্য সরকার। চালু করেছে Integrated Covid Management System.
এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন আপনার রাজ্যের আপনার আশেপাশের কোন সরকারি বা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে বেড খালি রয়েছে কোভিড আক্রান্তদের জন্য। তাই অযথা আতঙ্কিত না হয়ে জেনে নিন কীভাবে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনি যোগাযোগ করবেন।
প্রথমেই নীচের লিঙ্কে ক্লিক করতে হবে-
https://excise.wb.gov.in/CHMS/Public/Page/CHMS_Public_Hospital_Bed_Availability.aspx
এরপর dropdown menu থেকে আপনার জেলা নির্বাচন করুন। সাথে
- Government Hospital
- Govt. Requisitioned Pvt. Hospital
- Private Hospital
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊