দুর্দান্ত ফিচার্স নিয়ে ভারতে আসছে Vivo V21 5G
টেকনোলজির দুনিয়া। মানুষ এখন আড্ডা দেয় মোবাইলে। আগে ছিল চিঠি তা কবেই মুছে গেছে বার্তা প্রদান অনায়সে মোবাইলে। দিনের পর দিন একাধিক দুর্দান্ত ফিচার্স নিয়ে মোবাইল আসছে। এবার ভিভো নিয়ে আসছে Vivo V21 5G। যার সেলফি ক্যামেরা 44MP । ফোনটি ভারতে 29 এপ্রিল লঞ্চ হবে বলেই জানিয়েছে সংস্থা।
সানসেট ড্যাজেল, আর্কটিক হোয়াইট এবং ডাস্ক ব্লু তিনটি কালার ভ্যারিয়্যান্টস থাকছে এই ফোনের।
44MP OIS সেলফি ক্যামেরা
8GB+3GB এক্সটেন্ডেড RAM
Vivo-র তরফে জানানো হয়েছে যে, এই ফোনের পিছনে একটি 64MP OIS Night Camera দেওয়া হয়েছে
নচড্ ডিসপ্লে দেওয়া হয়েছে সেলফি ক্যামেরার জন্য
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ
সূত্রের খবর, এই ফোনের দাম হতে পারে ২৭৯৯৯টাকা। Vivo-র তরফে এই অত্যাধুনিক ফিচার্সের কথা ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে লিস্টিং করা হয়েছে। আরো জানা যাচ্ছে ২৭শে এপ্রিল থাইল্যাণ্ডে লঞ্চ হচ্ছে এই ফোনটি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊