চেন্নাই ম্যাচ ভুলে আজ মাঠে নামছে নাইটরা সামনে সঞ্জুর রাজস্থান
অর্নব অধিকারী, আইপিএল এ আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। দুদলই নিজেদের শেষ ম্যাচ হেরেছে, উল্টোদিকে নাইটদের হারের হ্যাকট্রিক করে অনেকটা চাপে, কিন্তু গত ম্যাচে কার্তিক, রাসেল এবং কামিন্স এর দুর্দান্ত ব্যাটিং প্রর্দশন অনেকটা চাপমুক্ত রাখবে দলকে। সাকিব কে বসিয়ে নারিন কে প্রথম একাদশে রেখে মাঠে নামালেও নারিনের প্রর্দশন হতাশাজনক। কেকেআর এর আরেক ইয়ং তারকা শুভমান গিল এর ব্যাটিং এ কোন ধার দেখা যাচ্ছে না। অন্য দিকে রাজস্থান রয়্যালস নিজেদের ছন্দ পেতে মরিয়া। এখন দেখে নেওয়া যাক দু'দলের সম্ভাব্য একাদশ-
কেকেআর সম্ভাব্য একাদশ- নীতিশ রানা, শুভমান গিল/ করুন নায়ার, রাহুল ত্রিপাঠী, ইয়ং মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন/বেন কাটিং, প্যাট কামিন্স, প্রসিধ কৃন্ষা, বরুন চক্রবর্তী, কমলেশ নাগাকোটি/ ভইভাব আরোরা।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ- মনন ভোরা, জস বাটলার, সঞ্জু স্যামশন, রিয়ান প্রয়াগ, ডেভিড মিলার, শিবম ডুবে, রাহুল তেওটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকত/শ্রেয়স গোপাল, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া।
খেলা সময়-রাত ৭:৩০টা (ভারতীয় সময়)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊