Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ রামনবমী, কোন কোন শহরে বন্ধ ব‍্যাঙ্ক? জানুন বিস্তারিত

আজ রামনবমী, কোন কোন শহরে বন্ধ ব‍্যাঙ্ক? জানুন বিস্তারিত 





আজ রামনবমী। ফলে বন্ধ থাকছে দেশের একাধিক শহরের ব‍্যাঙ্ক। ভগবান রামের জন্মদিনে সারা দেশজুড়ে এই দিনটিকে পালনা করা হয়। আরবিআই-র ক‍্যালেন্ডার অনুযায়ী আজ সারা দেশের বিভিন্ন শহরের ব‍্যাঙ্ক গুলি বন্ধ থাকবে। 




যেসব শহরের ব‍্যাঙ্ক বন্ধ তার তালিকা: 

আগরতলা

লখনউ

ভুবেনেশ্বর 

বেলপুর

ভোপাল

দেরাদুন

চণ্ডীগড়

হায়দ্রাবাদ

নাগপুর

পাটনা 

রাঁচি

সিমলা 

জয়পুর

কানপুর

গ‍্যাংটক 

যাইহোক দেশের বেশ কিছু রাজ‍্যে রামনবমী জাতীয় ছুটি হিসেবে পালন করা হয় না। 




যেসব শহরে আজ রামনবমীর ছুটি নেই- 

আইজল

বেঙ্গালুরু

চেন্নাই

গুয়াহাটি

ইম্ফল

জম্মু

কোচি

কলকাতা

নয়াদিল্লি

পানজি

রায়পুর

শিলং

শ্রীনগর

তিরুবন্তপুরম




আজ দেশে আংশিক ব‍্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে ২৪শে এপ্রিল শনিবার ও ২৫শে এপ্রিল রবিবার বন্ধ থাকবে ব‍্যাঙ্ক। ব‍্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা চালু থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code