আজ দিনহাটায় সংযুক্ত মোর্চার প্রচারে আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার
জমজমাট বিধানসভা নির্বাচনের লড়াই। অনবরত দিনহাটা শহর ও শহর থেকে কিছুটা দূরে একে একে একাধিক রাজনৈতিক নেতা নিজেদের দলের প্রচারে এসেছেন। ১০ই এপ্রিল চতুর্থ দফায় নির্বাচন। ইতিমধ্যে জোর কদমে প্রচার চালাচ্ছে প্রার্থীরা।
দিনহাটা শহর ছুঁয়ে চলা দিনহাটা ও সিতাই বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীর সমর্থনে শহরে আসছেন মানিক সরকার। দিনহাটা বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী আব্দুর রউফ ও সিতাই বিধানসভার প্রার্থী কেশব চন্দ্র রায়।
আজ ৪ঠা এপ্রিল দিনহাটা পাঁচ মাথা মোড়ে সংযুক্ত মোর্চার সমর্থনে সভা করবেন মানিক সরকার। দিনহাটা ও সিতাই বিধানসভার সংযুক্ত প্রার্থীর সমর্থনে আজ সন্ধ্যা ৬টায় সেই জনসভা হবে বলে জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊