করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার
করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। রবিবার নিজেই একটি টুইট করে সেখবর জানিয়েছেন অভিনেতা। করোনা আক্রান্তের খবর দেওয়া পাশাপাশি অক্ষয় হোম কোয়ারাইন্টিনে আছেন বলেও জানিয়েছেন। সঙ্গে তাঁর সংস্পর্শে আসা সকলকে সাবধান বাণীও শুনিয়েছেন অক্ষয়।
ট্যুইটারে তিনি লিখেছেন, "আজ সকালে আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সব নিয়মবিধি মেনে চলছি। সঙ্গে সঙ্গে আমি আইসোলেশনে চলে গিয়েছি। আপাতত বাড়িতে হোম কোয়ারান্টিনে আছি। প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করাতে অনুরোধ করছি। তাঁরা সাবধানে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব।"
— Akshay Kumar (@akshaykumar) April 4, 2021
করোনার জেরে জারি লক ডাউনের পরবর্তী কালে তিনি আসন্ন ছবি গুলির শ্যুটিং নিয়ে ব্যস্ত। কিছুদিন আগেই জানিয়েছেন 'রাম সেতু' সিনেমার শ্যুটিং শুরু করেছেন তিনি। প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে। দিনের পর দিন বেড়ে চলছে করোনা সংক্রমণ। ফলে এক প্রকার লক ডাউন ফের দেশের বিভিন্ন প্রান্তে জারি হয়েছে। এর মধ্যেই রনবীর, আলিয়া, আমির সহ একাধিক বলিউড অভিনেতা- অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত অক্ষয় কুমার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊