Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ শীতলকুচি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়




শীতলকুচি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়



নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার জের কোচবিহারের শীতলকুচি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে ঢুকতে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারি হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শীতলকুচি কাণ্ডে নিহতদের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি আর যেতে পারবেন না শীতল্কুচিতে। গতকাল শীতলকুচিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী। রাতে রাজনৈতিক নেতৃত্বকে কোচবিহারে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। এরপরেই না যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে মমতাকে।




প্রসঙ্গত, চতুর্থ দফার ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত শীতলকুচি। সকালেই শীতলকুচির পাগলাপীর গ্রামে ভোটের লাইনেই গুলি চলে প্রান হারান একজন। একে একে বিভিন্ন জায়গায় বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। এদিকে জোড়া পাটকিতে ১২৬ নম্বর বুথের বাইরে সকালে গুলি চলে। সেখানে নিহত ৪ এবং আহত আরও ৪।




১৮ বছরের যুবক আনন্দ বর্মনের মৃত্যু খবর পাওয়া পর ফের গুলি চলার খবর পাওয়া গেছে। গুলি চালানোর অভিযোগ উঠেছে সিআরপিএফের বিরুদ্ধে। বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code