IPL 2021: CSK vs DD: ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান খাড়া করলো চেন্নাই
চতুর্দশ আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চেন্নাই ও দিল্লী। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে চেন্নাই সুপার কিংস।
স্কোরবোর্ড-
রিটুরাজ- ৫(৮)
ডু-প্লেসিস- ০(৩)
মইন আলি- ৩৬(২৪)
সুরেশ রায়না- ৫৪ (৩৬)
আম্বাতি রায়াডু- ২৩ (১৬)
রবীন্দ্র জাদেজা- ২৬ (১৬)
ধোনী- ০ (২)
শ্যাম করন- ৩৪ (১৫)
অতিরিক্ত- ১০
এদিন ক্রিস ওয়াক ও আভেশ খান দুটি করে উইকেট নেন। এবং টম করন ও অশ্বিন একটি করে উইকেট নেন।
CSK XI
Ruturaj Gaikwad, Faf du Plessis, Suresh Raina, Ambati Rayudu, Moeen Ali, MS Dhoni (c & wk), Ravindra Jadeja, Sam Curran, Dwayne Bravo, Shardul Thakur, Deepak Chahar
DC XI
Shikhar Dhawan, Prithvi Shaw, Ajinkya Rahane, Rishabh Pant (c & wk), Marcus Stoinis, Shimron Hetmyer, Chris Woakes, Ravichandran Ashwin, Tom Curran, Amit Mishra, Avesh Khan
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊