স্বাস্থ‍্যকর্মীদের ছুটি বাতিল করে বিজ্ঞপ্তি জারি রাজ‍্যের 





রাজ‍্যের বাড়তে থাকা করোনা পরিস্থিতির জের রাজ‍্যের স্বাস্থ‍্যকর্মীদের ছুটি বাতিল করলো রাজ‍্য সরকার। ইতিমধ‍্যে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রবিরারও ছুটির দিনও চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীদের আসতে হতে পারে কাজে। 




দিনের পর দিন বেড়েই চলছে করোনা। সূত্রের খবর গতকাল মঙ্গলবার রবীন্দ্রসদনে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকে বসেন ১৫টি সরকারি হাসপাতালের শীর্ষ কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন ৭-৮দিনের মধ্যেই কলকাতা ও শহরতলিতে বাড়ানো হবে ১ হাজার করোনা বেড।শম্ভুনাথ পন্ডিত, বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস, পিজি পলিক্লিনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র উত্তীর্ণকে নিয়ে কম্পোজিট কোভিড হাসপাতালের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও খবর। 



পাশাপাশি জেলা হাসপাতালগুলিতে বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে ফাঁকা জায়গা থাকলে সেখানে চিকিৎসার পরিকাঠামো তৈরি করার কথাও বলা হয়েছে। ভোট মিটলে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। সূত্রের দাবি, এই আশঙ্কাই করা হচ্ছে। কারণ, ভোটের প্রচারে মিটিং-মিছিল, র‍্যালি হয়েছে অবাধ। ফলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।