এবার করোনায় আক্রান্ত হলেন অধীর চৌধুরী





এবার করোনায় আক্রান্ত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। করোনার দ্বিতীয় স্ট্রেন ইতিমধ্যে মাথা চাড়া দিয়েছে রাজ্যে। রাজ্যে চলছে নির্বাচন। আর ষষ্ট দফার নির্বাচনের পূর্বে করোনা আক্রান্ত অধীর চৌধুরী। কংগ্রেস শিবিরে চিন্তার ভাঁজ। করোনা আক্রান্তের খবর নিজেই তাঁর সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছে অধীর।



টুইটারে অধীর জানিয়েছেন,'আমি কোভিড পজিটিভ। গত ৭ দিনে আমার কাছাকাছি আসা সকলকে কোভিডবিধি মেনে চলতে অনুরোধ করছি। ভার্চুয়াল মাধ্যমে প্রচার জারি রাখব। কোভিডকে নিজের জীবন থেকে দূরে রাখতে সকলকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।'



বড়ঞার প্রার্থী শিলাদিত্য হালদারের কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর নিভৃতবাসে চলে গিয়েছিলেন অধীর চৌধুরী । এরপর তাঁর পরীক্ষাও পজিটিভ আসে। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন যাদবপুরে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। কোভিডে আক্রান্ত শালবনির তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো।