প্লাজমা দান করতে পারবেন কারা? 




করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা নিয়ে আতঙ্ক সব মহলেই। বাড়ছে সংক্রমণ, ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যাও। সঙ্কট দেখা দিয়েছে হাসপাতাল বেড ও অক্সিজেনেও। আক্রান্তরা যাতে সঠিক ভাবে প্লাজমা পান সেই বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র। করোনা থেকে সেরে উঠে যারা প্লাজমা দান করতে ইচ্ছুক তাঁদের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র।




গাইডলাইন অনুযায়ী-

প্লাজমা দান করতে আধার কার্ড ও গত ৪ মাসের মধ্য়ে করোনা নেগেটিভ রিপোর্ট (RT-PC) সঙ্গে নিয়ে যেতে হবে।

করোনা রিপোর্ট আসার ১৪ দিন পরে অথবা উপসর্গ দেখা যাওয়ার ১৪ দিন পরেই প্লাজমা দান করা যাবে।

গর্ভবতী মহিলা কোভিড ১৯ এর প্লাজমা দান করতে পারবেন না।

ভ্যাকসিন নিয়ে থাকলে আগামী ২৮ দিন প্লাজমা দান করতে পারবেন না।

রক্তে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি না থাকলে প্লাজমা দান করতে পারবেন না।

প্লাজমা দেওয়ার আগে আরও কোনও তথ্য জানার থাকলে হাসপাতালে যোগাযোগ করে জেনে নিতে হবে।