রাজ্যে ৮ দফায় ভোট কেন? দায়ের জনস্বার্থ মামলা, খারিজ করল সুপ্রিমকোর্ট





২৭শে মার্চ থেকে রাজ্যে নির্বাচন। রাজ্যে ৮ দফায় হবে নির্বাচন। কেন ৮ দফায় নির্বাচন ? এই প্রশ্ন তুলেই দেশের শীর্ষ আদালতে হয় মামলা। সেই মামলাকে খারিজ করে দিল আদালত। সংবিধান লঙ্ঘনের অভিযোগে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। যা আজ খারিজ করলো আদালত।



নির্বাচন কমিশনের সিদ্ধান নেয় ৮ দফায় নির্বাচন হবে বাংলায়। নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে দ্বারস্থ হন আইনজীবী এম এল শর্মা। তাঁর বক্তব্য, "এমন কোনও আইন নেই যার জন্য় নির্বাচন কমিশন ৫ রাজ্যে ভোটগ্রহণের বিষয়ে নিজের ইচ্ছেমতো বৈষম্যমূলক সিদ্ধান্ত নিতে পারে। অন্য রাজ্যে যেখানে মূলত ১ দফাতেই ভোট হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে ৮ দফায় কেন? যেখানে পশ্চিমবঙ্গে কোনও সন্ত্রাসবাদীদের হামলা হয়নি বা যুদ্ধবিধ্বস্তও নয়। এটা স্পষ্টতই সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন।" তাঁর দাবি, সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ ও ২১ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘিত হচ্ছে।



জনস্বার্থ মামলার সেই আবেদন খারিজ করে মামলাকারীকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির স্পষ্ট প্রশ্ন, "আমরা কী করে এতে হস্তক্ষেপ করতে পারি?"প্রসঙ্গত, কমিশনের হয়ে আজ আদালতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে।